টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের ৮২ তম রিক্রুট ব্যাচ প্রশিসেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
বুধবার (১৫ অক্টোবর) সকালে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
৮২ তম রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে ৫৬৫জন নবীন সৈনিক অংশগ্রহণ করেন। এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে আর্মি সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ
বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় আর্মি মেডিকেল কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোয়াচ্ছেক আহমদ, কর্নেল মো. আব্দুস সামাদ আল আজাদ, লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, মেজর মহেববুল্লাহ্ সাদী প্রমুখ। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী। বুধবার বেলা আড়াইটার দিকে এ...
টাঙ্গাইলের ধনবাড়ীর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব কে শারিরিক লাঞ্চিতের অভিযোগে ইমাম মুয়াজ্জিন পরিষদের আয়োজনে সড়ক অবরোধ করেছে ধনবাড়ীর ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।...
"হাত ধোয়ার নায়ক হোন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ অক্টোবর -২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে । উপজেলা...
টাঙ্গাইলের বাসাইলের ১শ' মসজিদে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি...