বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি এর আগে একমাত্র বাংলাদেশের ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে খেলবেন রিশাদ।
হোবার্ট হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তার অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন রিশাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান তিনি। যদিও ওই সময় বিপিএল ও বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত।