দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার ছাত-জনতা।
রবিবার ( ৯ মার্চ ) বিকেলে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র – জনতা অংশগ্রহণ করেন।
ধর্ষণের বিচার দাবিতে এলেঙ্গাতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
এসময় তারা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকের ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন।
বক্তারা দ্রুত ধর্ষকের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান। আর তা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা ।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির...
টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার(১০ অক্টোবর) সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ...
টাঙ্গাইলে প্রাণ কোম্পানির পাওয়ার গ্রুপের বিক্রয় পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের সেরা পারফরম্যান্সের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল পাওয়ার গ্রুপের পক্ষে বিক্রয় পরিবেশক মেসার্স...