টাঙ্গাইলে মুফতী রেজাউল করিম ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ও আউলটিয়া এলাকার উদ্যাগে এ মানববন্ধন পালন করা হয়৷
এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাকি, মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার প্রমুখ।
টাঙ্গাইলে হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
এ সময় স্থানীয় এলাকাবাসী ও আহতের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ঘারিন্দা গ্রামে মুফতী রেজাউল করিমের বাবা আবু বক্কর সিদ্দিকীর সম্পত্তি ভাগ বাটোয়ারা জন্য আলোচনা চলছিলো৷ এসময় রেজাউল করিমের চাচাতো ভাই আব্দুল্লাহ ও তার পিতা মোশাররফসহ তিন থেকে চার জন গালিগালাজ শুরু করে৷ পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে আবু বক্কর সিদ্দিকীর ও তার স্ত্রীকে গুরুত্বর আহত করে । পরবর্তীতে এক পর্যায়ে রেজাউল করিম ও তার পরিবারের অন্যন্য সদস্যদের উপরও হামলা করা হয়।
এ ঘটনায় রেজাউল করিম টাঙ্গাইল সদর থানার মামলা দায়ের করেন৷ এ ঘটনার পর পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। আমরা দোষীদের দ্রুতই গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি৷
টাঙ্গাইলের কালিহাতীতে নিম্ন মানের জিরা মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা কলেজ রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের...
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রবি ২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী বীজ, সার ও হাইব্রিড বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫...