মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২২ জুন। এ কার্যক্রম চলবে ২৮ জুন পর্যন্ত। ইতোমধ্যে পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১২ জুন।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
মঙ্গলবার (১৭ জুন) সকালে গুচ্ছভুক্ত ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, নন-প্র্যাকটিক্যাল বিষয়ে প্রাথমিক ভর্তি ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। একই সময়ে এসব বিষয়ে মাইগ্রেশন প্রক্রিয়াও চালু থাকবে। এরপর দ্বিতীয় ধাপের ভর্তি শুরু হবে ২ জুলাই, যা চলবে ৫ জুলাই পর্যন্ত। তৃতীয় ধাপের ভর্তি ৮ থেকে ১১ জুলাই এবং চতুর্থ ধাপের ভর্তি ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। প্রতিটি ধাপেই মাইগ্রেশন প্রক্রিয়া চালু থাকবে।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
সর্বশেষ মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে ২০ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে।
বিশেষায়িত বিষয়সমূহ— চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান—এর প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কোটা যাচাই-বাছাই চলবে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
গুচ্ছের আহ্বায়ক আরও জানান, প্রথম ধাপের ভর্তি পরীক্ষার ফলাফল ৩০ জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। আর চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সবকিছু পরিকল্পনামাফিক আগালে আগামী ৪ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।
গুচ্ছ পদ্ধতির এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী ১৯টি বিশ্ববিদ্যালয় হলো:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
ইসলামী বিশ্ববিদ্যালয়,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
বরিশাল বিশ্ববিদ্যালয়,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি,
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়,
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়,
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি-সংক্রান্ত নোটিশ এবং অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ওয়েবসাইট এবং গুচ্ছের অফিশিয়াল পোর্টালে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, ভর্তি কার্যক্রমের প্রতিটি ধাপ যাতে স্বচ্ছ, সুষ্ঠু ও জটিলতা-মুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ারে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দলদটির উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায়...
টাঙ্গাইলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নতুন ক্রিকেটারের খোঁজে তিন দিনব্যাপী প্রতিভা অন্বেষনের প্রাথমিক উন্মুক্ত বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার(২০ আগস্ট) শহিদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল...
টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী...