টাঙ্গাইলের দেলদুয়ার ও মির্জাপুরে অবশেষে সরকারি অর্থায়নে সম্পন্ন করা হলো দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবড়া গ্রামের রাস্তা । উপজেলা শহরের সাথে যোগাযোগের দুই কিলোমিটার দীর্ঘ একমাত্র রাস্তাটির বেহাল দশার কারনে চরম দুর্ভোগ পোহাতে হয় দুই গ্রামের হাজারো মানুষের। এই দুর্ভোগ লাগবে এলকার মানুষ নিজ অর্থে রাস্তাটির মাটি ভরাটের কাজ শুরু করে ।
এ বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করা হলে উপজেলা প্রশাসনের নজরে আসে তাৎক্ষণিকভাবে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : সাব্বির আহমেদ ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত রাস্তাটিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন করেন এবং রাস্তাটি পরিদর্শন করেন।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন দেলদুয়ার অংশের প্রায় ১০০০ মিটার ও মির্জাপুর এর গবড়া গ্রামের বাকি অংশের মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা শীঘ্রই এলজিইডির মাধ্যমে রাস্তাটির আইডি নির্ধারণ করে ইট সলিং এর ব্যবস্থা করবো। এবং পরবর্তী সময়ে রাস্তাটি পাকা করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, দেলদুয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মির্জাপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ দুই গ্রামের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।