বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিনের সৃজনশীল অবদান, অভিনয়শৈলী ও নির্দেশনায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে খ্যাতিমান অভিনেতা ও পরিচালক মো: এরশাদ হাসান অর্জন করলেন ‘হিরণ কিরণনাট্য পদক ২০২৪’।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিরণ কিরণ থিয়েটার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নাট্যকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও দর্শকের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো: শাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর উপস্থিতিতে এরশাদ হাসানের হাতে উক্ত পদক তুলে দেওয়া হয়। হিরণ কিরণ থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর নাট্যাঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২২ সাল থেকে এ পদক প্রদান শুরু করা হয়। ২০২৪ সালের জন্য নির্বাচনী বোর্ডের মূল্যায়নে মো: এরশাদ হাসানকে এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এরশাদ হাসান শুধু অভিনয়ে নয়, মঞ্চনাটক ও পথনাটকের মাধ্যমে সমাজ সচেতনতা গড়ে তুলতে নিরলস ভূমিকা রেখে চলেছেন। তার অভিনয়শৈলী, নাট্যনির্দেশনা ও সাংস্কৃতিক চর্চায় আন্তরিকতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। মঞ্চ, পথনাটক, মুকাভিনয় এবং টেলিভিশনে অভিনয়ে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঞ্চে তার অভিনয় চিত্রনাট্যের গভীর অনুধাবন, চরিত্রের স্বাভাবিক উপস্থাপন এবং দর্শকের সঙ্গে নিবিড় সংযোগের জন্য সমাদৃত। টেলিভিশনে বিভিন্ন ধারাবাহিক ও নাটকে তার চরিত্রাভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। একই সঙ্গে একজন প্রশিক্ষক ও নির্দেশক হিসেবে নতুন প্রজন্মের শিল্পীদেরও তিনি দিকনির্দেশনা দিয়ে আসছেন। বহু পুরস্কারে ভূষিত মো: এরশাদ হাসান নাট্যাঙ্গনে নিজেকে শুধু একজন শিল্পী নয়, বরং একজন সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘হিরণ কিরণ নাট্য পদক ২০২৪’ অর্জনের মধ্য দিয়ে তার শিল্পযাত্রা আরও সমৃদ্ধ হলো। পদক গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো: এরশাদ হাসান বলেন, এই পদক আমার নাট্যযাত্রার এক অবিস্মরণীয় স্বীকৃতি। আমি বিশ্বাস করি, নাটক শুধু বিনোদন নয়, এটি মানুষের চিন্তা ও চেতনার পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। এ সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে।
প্রতিবছরের মতো অনুষ্ঠান শেষে নাটক প্রদর্শনীর পরে নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। হিরণ কিরণ থিয়েটারের সভাপতি মো: জাহাঙ্গীর আলম ঢালী বলেন, আমরা বিশ্বাস করি, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও প্রশিক্ষক জনাব এরশাদ হাসানের মতো শিল্পীদের সম্মানিত করলে নাট্যচর্চা আরও প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম উৎসাহিত হবে। আমরা এই পদক তার হাতে তুলে দিতে পেরে আনন্দবোধ করছি।
ইতোপূর্বে অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মো: এরশাদ হাসান ইতোমধ্যেই দেশ- বিদেশে বহু পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এবং আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’ নাটকের অভিনেতা হিসেবে আন্তর্জাতিক উচিমুরা পুরস্কার ২০০৮ (গ্রুপ পুরস্কার) অর্জন করেছেন।