টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক বিষয়ে পরিদর্শন করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) ধনবাড়ী উপজেলার বীরতারা ও বানিয়াজান ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। এসময় ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল ও ধনবাড়ী উপজেলা পূজা উদযাপন ফন্ট্রের সদস্য সচিব বাবু উৎপল বসাক সহ অন্যারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ জানান, পূজা মন্ডপে যাতায়াতের রাস্তা, সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলনা, প্রতিমা তৈরীর প্রস্তুতি সহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেয়া হচ্ছে। যদি কোন মন্ডপে সমস্যা থাকে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তবে, যাতে নিরাপদে যাতে পূজা উদযাপন করতে পারে এজন্য প্রশাসনিক সকল ব্যবস্থা নেয়া হয়েছে।