টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ঃ০০ ঘটিকায় ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ মিলনায়েতনে ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল -১ আসন (মধুপুর -ধনবাড়ী) এর মনোনীত এমপি পদপ্রার্থী ধানের শীষ প্রতিকের ভোট প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়বাদী দল ধনবাড়ী উপজেলার শাখার সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ।
ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপনএর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শামসুজ্জামান সুরুজ । আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ সোবাহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ খাইরুল ইসলাম মুন্সী সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ।











