মঙ্গলবার (৬ জানুয়ারী’২৬) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এর নেতৃত্বে মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ২ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। এ সময়ে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ইট ভাটার কিলন ভেঙ্গে, কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও কর্মচারীগণ।অভিযানের সময়ে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে মো: জহিরুল ইসলাম তালুকদার জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।#











