কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনির দাম্পত্য জীবনে সাম্প্রতিক সময়ের টানাপড়েন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কয়েকদিন আগে হিরো আলম অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারের একটি হোটেলে কথিত প্রেমিক ম্যাক্স অভি-এর সঙ্গে সময় কাটাচ্ছেন। হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন, যেখানে রিয়া মনি ও অভিকে হোটেলের রিসেপশনে দেখা যায়।
ঘটনার পর হিরো আলম ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিত দেন। তবে ছেলে-মেয়েদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে হিরো আলম বরগুনায় রিয়া মনির বাড়িতে উপস্থিত হন। এ সময় দম্পতি নিজেই জানান, মিটমাট হয়ে গেছে।
রিয়া মনিও নিশ্চিত করেছেন, হিরো আলমের সঙ্গে সব ঠিকঠাক আছে। বরগুনা থেকে তিনি হিরো আলমের গ্রামের বাড়ি বগুড়ার এরুলিয়ায় ফিরেছেন এবং এখন শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। সেখানে তিনি হিরো আলমের ছেলে-মেয়েদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। হিরো আলমও নিশ্চিত করেছেন, “রিয়া মনি এখন বগুড়ায়। সবাই এখন রিয়া মনিকে দেখেই ‘ভাবি’ বলে ডাকে। এরুলিয়ায় তিনি সংসার নিয়েই ব্যস্ত।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্পর্কের টানাপড়েন চলে আসছে। হিরো আলমের বাবার মৃত্যুর পর বিবাদ আরও প্রকট হয়। একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ ও থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় রিয়া মনিকে গ্রেপ্তার করা হলেও পরদিন জামিন পান। হিরো আলম সম্পর্কের টানাপড়েনে দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু রিয়া মনি তার পাশে দাঁড়িয়ে যত্ন ও সমর্থন দিয়ে তাকে সুস্থ করে তুলেন। মিটমাটের পর এখন দম্পতি আবার শান্তি ও সহমর্মিতার সঙ্গে জীবনযাপন করছেন।