টাঙ্গাইলের মধুপুরে এবার ৫ দিনের রিমান্ডে আনা হলো সাবেক কৃষিমন্ত্রী ও এ আসনের (টাঙ্গাইল—১) সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে।
বুধবার(২০নভেম্বর) সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় তাকে মধুপুর থানায় নিয়ে আসা হয়। এ সময় থানা মোড়ে উৎসুক জনতা ও একদল বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করতে জড়ো হতে থাকেন। পুলিশ তাদের নিবৃত করে সরিয়ে দেয়। আশপাশের দোকানপাট এ সময় বন্ধ হয়ে যায়। মির্জাপুরের গোড়াইতে বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার মামলায় ৫ দিন রিমান্ড শেষে দ্বিতীয় ধাপে তাকে মধুপুর থানার অপর মামলায় রিমান্ড আনা হলো। গত ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মধুপুরের মালাউড়ীর জনৈক জাহিদ হাসানের করা মামলায় তাকে রিমান্ড আনা হলো। এছাড়া জেলা সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অপর ছাত্র মারা যাওয়ার ঘটনায়ও ড. রাজ্জাকের বিরুদ্ধে মামলা হয়।
গত ১৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে রাজধানী থেকে গ্রেপ্তার করে। পরে আব্দুর রাজ্জাককে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১১ নভেম্বর প্রথমে টাঙ্গাইলে মধুপুর আমলি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পর পর বাকি দুই মামলাতেও ৫ দিন করে রিমান্ড দেয় সংশ্লিষ্ট আদালত।
সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ৫ দিনের রিমান্ডে আনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ।