টাঙ্গাইলের সখীপুরে অসহায় , দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সিডিপ ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাজমুল আলম, এছাড়াও উপস্থিত ছিলেন, সিডিপির মেডিকেল অফিসার ডাঃ বাপন চন্দ্র গোপ, হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ ও গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মজিবর প্রমুখ।
এ সময় উপজেলার শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।