মোঃ আঃ লতিফ মিয়া: টাঙ্গাইলের সখিপুরে লাবিব গ্রুপের উদ্যোগে “তোমার সাফল্যে গর্বিত সখিপুর, গর্বিত লাবিব গ্রুপ” এ স্লোগানে এসএসসি পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি)।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, লাবিব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মাহমুদুল আলম, লাবিব গ্রুপের সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চু প্রমূখ। এসময় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও জিপিএ-ফাইপ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ফাইভ প্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে আমরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছি। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।