র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রকি মিয়া (২৫) গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল, র্যাব-১০ সদর কোম্পানি কেরানীগঞ্জ-এর সহায়তায় ঢাকার শাজাহানপুর থানাধীন কমলাপুর রেলস্টেশন সংলগ্ন আইটি গেইট এলাকায় অভিযান চালায়। অভিযানে ঢাকা মহানগরীর কাফরুল থানায় দায়েরকৃত মামলা নম্বর-১৬(৯)২২, টি.আর. নম্বর-৫৭/২৩ এবং প্রসেস নম্বর-৪৩৩/২৫ অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রকি মিয়া গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত রকি মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ লেবু মিয়া।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মির্জাপুর থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।