গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের রেলগেইটের পাশে পড়েছিল রাইহানুল ইসলাম আরাফ (৬) নামে এক শিশুর অর্ধগলিত লাশ। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার হাইটেক রেলগেইটের পাশ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। আরাফ টাঙ্গাইলের গোপালপুর থানার সাঙ্গাপাড়া গ্রামের খন্দকার রাসেলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হাইটেক পার্কের রেলগেইটের পাশে এক শিশুর অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।উল্লেখ্য, গত ৯ অক্টোবর গোপালপুরের সাঙ্গাপাড়া গ্রাম থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। মামলা নং-০৩।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে অর্ধগলিত শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।