দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীতে সিপিডি আয়োজিত ‘অন্তবর্তী সরকারের ৩৬৫ দিন’র পর্যালোচনা শীর্ষক সেমিনারে, এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
চলতি বছরে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, ডিজিটাল ব্যাংক নিয়ে এ মাসেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে। যাতে আগ্রহী প্রতিষ্ঠান আবেদন করতে পারে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূল্যস্ফীতি এখনও অনেক বেশি। তাই দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে রিলিফ কার্যক্রম শুরু করার পরামর্শ দেন সিপিডির গবেষকরা।
তারা বলেন, মানুষের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে। সার্বজনীন স্বাস্থ্য বিমা চালুর কথা বলা হয়েছিল। কিন্তু এখনও কোনো উদ্যোগ নেয়া হয়নি। নতুন মার্কিন শুল্ক নীতির কারণে রপ্তানি পণ্যে বৈচিত্র আনার বিষয়টিতে আরো অনেক বেশি গুরুত্ব দেয়ার তাগিদ দেন বক্তারা।