মোঃ মুসা মিয়া: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৬ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে দৈনিক যুগান্তর এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন দেশ প্রেমিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন সত্যের সঙ্গে জনগণের পাশে। নুরুল ইসলাম তার সৃষ্টি এবং কর্মের কারণে এখনো বেঁচে আছে মানুষের মনে। এ সময় উপস্থিত সকলে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল মওলা, এন সি পি টাঙ্গাইল এর প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের আহ্বায় আলআমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।