ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান আবারও আলোচনায় এসেছেন একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। সম্প্রতি শামি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করার পরই এই পোস্টটি করেন হাসিন।
দীর্ঘদিন ধরে শামির সঙ্গে আইনি লড়াই চালিয়ে আসা হাসিন জাহান ইঙ্গিত দেন, বারবার তাকে ভয় দেখানো ও শেষ করার চেষ্টা করা হলেও তিনি কখনো নতি স্বীকার করবেন না। হাসিন তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন যদি আমাকে পাগলা কুকুরের ভয় পেতে হতো, তবে ২০১৮ সালেই আমি ভয় পেয়ে যেতাম। যতই চেষ্টা করো আমাকে ভয় দেখানোর, নত করার বা ধ্বংস করার, আল্লাহর কৃপায় আমি আরো শক্তিশালী হয়ে উঠব।”এই মন্তব্যকে অনেকেই শামির সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
শামি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি অতীত নিয়ে কোনো আফসোস করি না। কাউকে দোষারোপ করব না। আমার মনোযোগ এখন শুধুই ক্রিকেটে, বিতর্কে নয়।” ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শামি ও হাসিন। তবে ২০১৮ সাল থেকে তারা আলাদা থাকছেন। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনায় তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব প্রায়ই শিরোনাম হয়েছে। এ মাসের শুরুতে হাসিন অভিযোগ করেছিলেন, শামি তাদের মেয়ের খরচ বহন করেন না; বরং বান্ধবীদের সন্তানদের বিলাসবহুল উপহার দেন। শামি বর্তমানে ভারতের অন্যতম সেরা পেসার হলেও তার ব্যক্তিগত জীবন বারবার আলোচনার জন্ম দিচ্ছে।