টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নামে মামলা করা হয়েছে।সোমবার বিকালে হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মির্জাপুর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন, মির্জাপুর থানার সদ্য সাবেক ওসি রেজাউল করিম, এসআই রামকৃষ্ণ, এসআই করিম, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আ.লীগের সদস্য মেজর (অব) খন্দকার আব্দুল হাফিজ, দৈনিক যুগান্তরের মির্জাপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, গোড়াই ইউনিয়ন আ.লীগের (পূর্ব) সভাপতি আশরাফ খান, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূইয়া ঠান্ডু, বাঁশতৈল ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান।