মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার উদ্যোগে “নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল শহর শাখা সাবেক সভাপতি ও টাংগাইল সদর-৫ আসনে জামায়াত ইসলামির এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস মাজহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি ছাত্রশিবিরের কর্মী-সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাভাবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।










