মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: ৩রা আগস্ট ২০২৫ ঐতিহাসিক ২৪এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

“জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল— “এই সংসদ মনে করে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই মুখ্য”।
উক্ত আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি অংশগ্রহণ করে। বিতর্কে সরকারি ও বেসরকারি—দুই দল অংশ নেয়, যেখানে বেসরকারি দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী নাসিমুল হাসান জিসান।
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।