টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুটি বাজারে ৪ টি ফার্মেসী মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার লাউফুলা বাজারের মনির মেডিকেল হল, ইনান মেডিকেল হল ও জামাল মেডিকেল হল এবং চাপড়ী বাজারের সুধাংশু মেডিকেল হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে ৪টি ফার্মেসির মালিককে মোট ১৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মোঃ আবু জাফর, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতায় ছিল মধুপুর থানা পুলিশের একটি দল।