টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপের বিএনপি’র নেতা ও কর্মীরা।
সোমবার(৫ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী’র বিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহা সড়কে এ প্রতিবাদ মিছিল করেন তারা। এসময় মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবীর তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আলতাব হোসেন আলু , সাবেক সদস্য আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি লস্কর আলী, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম আহবায়ক সরকার মনি, হাবিবুর রহমান বাবুল, অরণখোলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সীমা, সাবেক সাধারণ সম্পাদক কনিকা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুথি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু। তিনি তার বক্তব্যে বলেন, গত ২রা মে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের উপজেলার মহিষমারা ইউনিয়নের আউশনারা খামারবাড়ীর ফ্যাক্টরীতে রাতে চুরির ঘটনা ঘটে। এঘটনায় গত(৪ মে) টাঙ্গাইল জেলা ও স্থানীয় মধুপুর এবং ধনবাড়ীর বিএনপির নেতৃবৃন্দরা পরিদর্শন করেন।
পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। কথা বলার সময় জাকির হোসেন সরকার তার বক্তব্যে মধুপুর উপজেলা বিএনপি’র যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিএনপি নেতা আলহাজ আনোয়ার হোসেনকে ইঙ্গিত করে এ চুরির সাথে জড়িয়ে কুরুচি পূর্ণ তথ্য উপস্থাপন করে রাজনীতির শিষ্ঠাচার বর্হিভূত দৃষ্টান্ত। একেবারেই স্ব দলের রাজনৈতিক প্রতিপক্ষ কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি কুরুচিপূর্ণ, কাল্পনিক, মিথ্যা বানোয়াট বক্তব্য রেখেছেন। যা ব্যাক্তিগত প্রতিপক্ষ কে আক্রমণ করার হুমকির পর্যায়ে পড়ে। বিষয়টিতে মধুপুরবাসী আমরা বিষ্মিত এবং হতবাক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপের বিএনপি’র নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।