টাইফয়েড প্রতিরোধে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি । রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মধুপুরে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।
টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আলীম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আলেমগন, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে টিকাদান কর্মসূচি চলছে। মধুপুর উপজেলায় টিকাদান লক্ষ্যমাত্রা ৮১৫২৯ জন শিশু।
উদ্বোধনকালে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি দেশের শিশু-কিশোর ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকাদানের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।