টাঙ্গাইলের মধুপুরে খুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ। মধুপুর উপজেলার পাহাড়ি গারো, কোচ ও বর্মন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের মাঝে মোট তিন লক্ষ ষাট হাজার টাকা ৯২ জন সুবিধা ভোগীর মাঝে বিতরণ করা হয়। আর্থিক সহায়তা হিসেবে অনুদান পেয়েছেন ৪১ জন। এবং শিক্ষা সহায়তা হিসেবে অনুদান পেয়েছেন ৫১ জন। মোট ৯২ জন সুবিধা ভোগী অনুদান পেয়েছেন। এসময় সুবিধা ভোগীরা উপস্থিত থেকে নগদ অর্থ গ্রহন করেন।