অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার(৮ মার্চ) মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ দিবস পালন করা হয়। দিবসটি উলক্ষ্যে র্যালী ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, মধুপুর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা ও থানার ওসি এমরানুল কবিরসহ অন্যান্যরা।
এসময় উপজেলার কর্মকর্তাবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, স্কাউট সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।