টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে রবিবার (৩ আগষ্ট) দুপুরে মধুপুর প্রেসক্লাবে । এতে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন সভাপতি এবং দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি নাজমুছ সাদাৎ নোমান সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ (দৈনিক আলোর দিগন্ত), সহ-সভাপতি আনছার আলী (দৈনিক সমকাল) সহ-সাধারন সম্পাদক নাজিবুল বাশার(দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনি(দৈনিক মানবাধিকার),দপ্তর সম্পাদক লিটন সরকার(দৈনিক কালবেলা), প্রচার সম্পাদক মেহেদী হাসান বকুল(দৈনিক যায়যায় দিন), কার্যকরি সদস্য হাবিবুর রহমান(দৈনিক সংবাদ ও এশিয়ান টিভি) এসএম শহীদ (দৈনিক যুগান্তর), মো. আব্দুল লতিফ(দৈনিক স্বাধীন মত), জাহিদুল কবীর জুয়েল( দৈনিক ভোরের আকাশ ও গ্লোবাল টেলিভিশন), রাজিবুল ইসলাম রিয়াজ(দৈনিক বাংলাদেশ সমাচার)।
এর আগে সিনিয়র সংবাদকর্মী আনছার আলীর সভাপতিত্বে প্রেসক্লাবে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন সম্পাদক আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, সাবেক সম্পাদক আনোয়ার সাদৎ ইমরান ও এসএম শহীদ, মোঃ সবুজ মিয়া, আলকামা শিকদার প্রমুখ ।