টাঙ্গাইলের মধুপর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে মধুপুর শহরের টাঙ্গাইল- ময়মনসংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন।
জন সাধারণের চলাচলের জন্য ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযানের সময় ফুটপাত থেকে ব্যবসায়িক মালামাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন জানান,
কিছু দিন আগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা করা হয়েছিলো মধুপুর পৌরসভায় যেনো ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। কিন্তু মাইকিং করার পরও এর সুফল পায়নি পৌরবাসীরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন বলেন, পর্যায়ক্রমে সকল স্থানে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
কিছু ব্যবসায়ী ফুটপাতের টাইলস নষ্ট করছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জুবায়ের হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন সুধীমহল ও পৌরবাসীরা।