টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাব্বির রহমান। রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪.০০ ঘটিকায় যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “থানা এলাকার আইন-শৃঙ্খলা নিশ্চিত করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমার মূল লক্ষ্য।
ভূঞাপুর পুলিশ হবে জনবান্ধব পুলিশ। থানা পুলিশকে জনবান্ধব করে দালাল ও দুর্নীতি মুক্ত রাখতে চাই। আমি চাই আপনাদের সহযোগিতায় মানুষের দোরগোড়ায় নিয়ে আইনগত সেবা নিশ্চিত করা। পুলিশ জনগণের বন্ধু এই আপ্তবাক্যকে শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করাই আমার টার্গেট।
পুলিশ সাধারণ জনগণের সেবক হিসেবে কাজ করবে। এ সঙ্গে অপরাধীদের যম হবে পুলিশ। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। ভূঞাপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা কামনা করি।” মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হান্নান মিলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।











