সংবাদ সূত্রে জানা যায় যে টাঙ্গাইল দেলদুয়ার থানা দিন এলাকায় ভেতঝা গ্রামের । পূর্বের শত্রুতা জের ধরে তিন ভাতিজি মিলে । কিছু অচেনা দুষ্কৃতী লোক হোন্ডা যোগে তার চাচা রফিকের ঘরের সামনে এসে রফিকের ঘরে ঢুকে কিছু জিজ্ঞাসা না করে। তার ছেলের বউ সহ তার ফ্যামিলির সবাইকে। এলোপাতাড়ি ভাবে লাঠি সোটা দিয়ে বেদম মারপিট করে ।
লাঠির বাড়িতে রফিক মাটিতে লুটিয়ে পড়ে । এবং কিছু সংখ্যক ফার্নিচার আলমারি ভেঙে তিন লক্ষ টাকা তিন ভরির স্বর্ণ অলংকার ।নিয়ে অল্প সময়ে মধ্যে দ্রুত পালিয়ে চলে যায । এলাকাবাসী জানার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য দেলদুয়ার কমপ্লেক্সে নিয়ে গেলে ।কর্তব্যরত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে । টাঙ্গাইল মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে । রফিকের তিন ভাতিজির নাম মনোয়ারা বেগম, বুলবুলি ও আম্বিয়া এলাকার জনগণের মুখে জানা যায় যে ।দীর্ঘদিন যাবত বিরোধ চালিয়ে আসিতেছে রফিক মিয়ার ফ্যামিলির সাথে। সাংবাদিকদের কাছে রফিক মিয়া জানায়। ভাতিজিরা ২১/৯/২০২৪ইং আমার বাড়িতে আসে। বিকাল ৪ ঘটিকা আমার ঘরে এসে বসে আমার সাথে সুন্দর আচরণ করে ।
কিছুক্ষণ পরে দেখি আমার বাড়িতে পাঁচ সাতটা মোটরসাইকেলে করে অচেনা কিছু ইয়ং যুবক আমার ঘরের সামনে এসে দাঁড়ায় । ভাতিজি তাদেরকে ডেকে নিয়ে বলে । এরই নাম রফিক একে শেষ দিয়ে দাও তাৎক্ষণিক আমার উপড়ে তারা ঝাপিয়ে পড়ে ।