টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর প্রচার ও প্রণোদনার ডিলার পয়েন্টে গতকাল বুধবার মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইল জেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ও নাটাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ ( সংশোধনি-২০১৩) ৫ এর (গ) ধারা অনুযায়ী ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রচার ও প্রণোদনার ডিলার পয়েন্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি অফিসের পেশকার মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সাহেদা বেগম, নাটাবের প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান ও চারজন পুলিশ সদস্য।











