বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত থাকবে। একাডেমিক কাউন্সিলের আলোচনার পর পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে। এর আগে, প্রকৌশল খাতে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার বন্ধ, পদোন্নতিতে বিশেষ সুবিধা বাতিল এবং পেশাগত মর্যাদা সংরক্ষণ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি: উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধসহ বিভিন্ন দাবি। চলমান এই আন্দোলনের কারণে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে পরীক্ষাসূচি স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে শিক্ষার্থীদের জানানো হবে।