ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ মুহূর্তে জমজমাট লড়াইয়ে নামছে ব্রাজিল। আগামীকাল (৫ সেপ্টেম্বর) ভোরে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে (এস্তাদিও জর্নালিস্তা মারিও ফিলহো) চিলির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচটিকে সামনে রেখে সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি ঘোষণা করেছেন সম্ভাব্য একাদশ। এতে একসঙ্গে জায়গা পেয়েছেন অভিজ্ঞ তারকারা এবং প্রতিভাবান তরুণ ফুটবলাররা। সম্ভাব্য একাদশ অ্যালিসন, ওয়েসলি, মারকিনিউস, গাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, এস্তেভাও, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো।
অভিজ্ঞতা ও তরুণদের মিশেল যেখানে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ও ব্রুনো গিমারেস দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, অন্যদিকে আক্রমণভাগে রাফিনিয়া ও মার্টিনেল্লির গতি চিলির রক্ষণভাগকে চাপে ফেলতে পারে। তরুণ তারকা এস্তেভাও ও জোয়াও পেদ্রো সাম্প্রতিক ম্যাচে নজর কেড়েছেন। বেঞ্চ থেকে আসতে পারেন তারকারা বেঞ্চে থাকলেও সুযোগ পেতে পারেন লুকাস পাকেতা, রিচার্লিসন কিংবা স্যামুয়েল লিনো।
ব্রাজিল স্কোয়াড গোলরক্ষক: অ্যালিসন, বেন্টো, হুগো সৌজা ফুলব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, কাইও হেনরিক ডিফেন্ডার: মারকিনিউস, গাব্রিয়েল, আলেক্সসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস, জ্যঁ লুকাস, লুকাস পাকেতা ফরোয়ার্ড: রাফিনিয়া, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, রিচার্লিসন, কাইও জর্জ, লুইজ হেনরিক, স্যামুয়েল লিনো