টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বল্লা ইলাকা জমঈতে আহলে হাদিসের সহ-সভাপতি এরশাদ আলী বিএসসি সোমবার(৬ জানুয়ারি) ভোরে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ আছর বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে জানাজা নামাজ শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজা নামাজে যোগ দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আ. হালিম, কালিজাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনছুর আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম(ভিপি রফিক), বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক আ. কাদের, নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী প্রমুখ।
তার জানাজা নামাজে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শ’ শ’ মুসল্লি অংশ নেয়।