দীর্ঘ দুই বছর প্রেমের পর অবশেষে বাগদানের বন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে। মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিকমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে সুখবর জানান সুইফট।
ছবিতে দেখা যায়, সবুজ গাছপালা আর ফুলে ঘেরা পরিবেশে দুজন একসঙ্গে দাঁড়িয়ে আছেন। টেলরের হাতে ঝলমল করছে বাগদানের আংটি, যা ডিজাইন করেছেন নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি–এর ডিজাইনার কিনড্রেড লুবেক। ক্যাপশনে সুইফট লিখেছেন— “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”
বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টেলর সুইফটের নাম লিখলেই দেখা যায় কনফেটি ঝরে পড়ছে—ভক্তদের জন্য এক বাড়তি চমক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), অসংখ্য সেলিব্রিটি থেকে শুরু করে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
টেলর-ট্র্যাভিস জুটি প্রথমবার আলোচনায় আসেন ২০২৩ সালে, যখন কেলসে ‘নিউ হাইটস’ পডকাস্টে টেলরের নাম উল্লেখ করেন। সেই বছর জুলাইয়ে টেলরের Eras Tour কনসার্টে উপস্থিত হন কেলসে। পরে সেপ্টেম্বর মাসে কেলসের খেলার মাঠে মায়ের পাশে বসে টেলরের উপস্থিতি আরও গুঞ্জন তৈরি করে। ‘সেটারডে নাইট লাইভ’–এ হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে আনেন সম্পর্ক।
এরপর থেকে একাধিকবার শিরোনাম হন এই তারকা জুটি। ২০২৪ সালে সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি টেলর নিজের জনপ্রিয় গান Karma–তে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকে দিয়েছিলেন।