সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাইরে থেকে এসে নতুন নতুন চিন্তা-ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। জুলাই সনদ ঘোষণা করে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ দিন।
প্রয়াত ছাত্রদল নেতা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয় আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারকে ভয় পায় না বিএনপি, বরং স্বাগত জানায়। কিন্তু সমস্যা তখন হয়, যখন দেখি দেশ ও জাতির জন্য যা প্রয়োজন নয়, সেসব বিষয় সামনে নিয়ে আসা হয়। পিআর দেশের মানুষ বুঝেই না। মানুষ বলে, এটা কী জিনিস ভাই। মানুষ ইভিএম ভোট দেয় না, বুঝে না। সুতরাং পিআর থেকে সরে আসতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেছেন, কিছু রাজনৈতিক দল পণ করে বসে আছে, এছাড়া (পিআর) ভোটে যাবো না। তাদের বলবো এ দেশের মানুষ যেটায় অভ্যস্ত সেভাবে ভোটের ব্যবস্থা করেন। মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন, তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হয় হবে না।