মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) প্রস্তাবিত জাতীয় সনদ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সংবাদ সম্মেলনে তিনি এ প্রকাশ করেন। বদিউল আলম মজুমদার বলেছেন, ৩০টি রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশন আলোচনা করে ৮১টি বিষয়ে একমত হয়েছে। সাধারণ মানুষ সংস্কার চায় এবং সেটি এবার হতেই হবে বলে মনে করেন তিনি।
সুজন সম্পাদক জানান, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করার বিষয়টি সুজনের প্রস্তাবগুলোর মধ্যে যুক্ত করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদের উচ্চকক্ষে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার রাখার বিষয়ও থাকছে প্রস্তাবনায়।