বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি আবারো আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। এবার তিনি লিখেছেন চোরদের নিয়ে রসিকতা মেশানো এক মন্তব্য, যা অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ফেসবুকেই সক্রিয় কুদ্দুস বয়াতি যদিও বর্তমানে গানের জগতে খুব একটা সক্রিয় নন, তবে কুদ্দুস বয়াতি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সাথে যুক্ত থাকেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও কনটেন্ট তৈরি করছেন এই খ্যাতিমান শিল্পী।
কেন ক্ষতিগ্রস্ত চোরেরা শনিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন ফেসবুকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরেরা। কারণ রাত ৩টায় চুরি করতে গেলেও দেখা যায়, কেউ না কেউ তখনও অনলাইনে সজাগ থাকে।
এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য অনুরাগী এতে মন্তব্য করে সমর্থন জানিয়েছেন। কারো মন্তব্য “এজন্যই হয়তো এখন চুরি না হয়ে দিনের আলোয় ছিনতাই বেড়েছে।” আবার কেউ লিখেছেন অন্তত এটিই ফেসবুকের একটি ভালো দিক।” কুদ্দুস বয়াতির সংগীতযাত্রা শৈশব থেকেই গান-বাজনায় মুগ্ধ কুদ্দুস বয়াতি। দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা ও হাতেমতাইসহ অসংখ্য পালাগানে মাতিয়েছেন দর্শক-শ্রোতাদের।
১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা “এই দিন দিন না আরো দিন আছে” গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে অসংখ্য লোকগানের মাধ্যমে দেশ-বিদেশে বাংলা ভাষাভাষীদের হৃদয় জয় করেন কুদ্দুস বয়াতি। করোনা মহামারির সময়ও তিনি সামাজিক সচেতনতা বাড়াতে গান তৈরি করেছেন। তার জনপ্রিয় গান “জাইনা চলেন, মাইনা চলেন” তখন ব্যাপক আলোড়ন তুলেছিল।