বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে সর্বশেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায়। এরপর পেরিয়ে গেছে ৬ বছর মাতৃত্বকালীন ছুটির অনেকেই ভেবেছিলেন আর হয়ত তিনি অভিনয়ে ফিরবেন না। কিন্তু ফের ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী।
প্রথমবার মা হওয়ার পর ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার কাজও করেন। কিন্তু সিনেমাটি নিয়ে নেকফিক্সের সঙ্গে যে চুক্তি ছিল, তা বাতিল করেছেন এই অভিনেত্রী। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন এই অভিনেত্রী। দুই সন্তানকে নিয়েই এখন তাঁর সময় কাটে। ছেলে অকায়ের জন্মানোর পর লন্ডনেই পাকাপাকি ছিলেন তিনি। এমনকি বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পর এ অভিনেত্রীর স্বামী বিরাট কোহলিও পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তারপর লন্ডনের অলিগলিতে মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়েছেন তারকা জুটি। সেই ছবি দেখে অনেকেই ভেবেছেন আর হয়তো ফিরবেন না তারা দেশে। এমনিতে নিজেদের ব্যক্তিগত জীবনকে কোনো ভাবেই ক্যামেরার সামনে আনতে চান না তারা। ছেলে অকায়কে এখনও প্রকাশ্যে আনেননি তারা।
সম্প্রতি লন্ডন থেকে ভারতে এসেছেন এই অভিনেত্রী। দেশে ফিরেই একটি পোশাক বিপণীর নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন। সামনেই যেহেতু দুর্গাপূজা, নবরাত্রি এবং দীপাবলি, সেই উপলক্ষেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এতে নানা রঙের বাহারি সালোয়ার স্যুটে দেখা মিলছে এ অভিনেত্রীর। খোলা চুল, হাইহিল আর হালকা মেকআপে যেন মোহময়ী আনুশকা। উৎসবের থিমে সাজানো এ বিজ্ঞাপনটিতে তাঁকে দেখে দারুণ খুশি নেটিজেনরা। বিজ্ঞাপনটি সামনে আসতেই তাই ইতিবাচক মন্তব্য করেছেন তাঁর অনুরাগীরা। ভারতীয় একাধিক গণমাধ্যমে আনুশকা জানিয়েছেন–খুব বেশি কাজ তিনি করবেন না। হাতে গোনা কয়েকটি সিনেমাতে বা বিজ্ঞাপনে কাজ করবেন। হয়তো বছরে একটা। কারণ ছেলেমেয়ের তাঁকে প্রয়োজন।