পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ধনবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে সংসদ সদস্য প্রার্থী মোঃ মোন্তাজ আলী।
বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা আমীর মোঃ আঃ কাদির, ধনবাড়ী উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান, ধনবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিন সহ ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আমীর অধ্যাপক মিজানুর রহমান। এসময় মোঃ মোন্তাজ আলী তাঁর বক্তব্যে বলেন, “কোনো আধিপত্যবাদী শক্তির ইশারায় জনগণ যেনতেন নির্বাচন মেনে নেবে না। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত জুলাইয়ের গণঅভ্যুত্থান নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য নয়। কোনো তাঁবেদারি শক্তি যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে। অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ আমাদের পাঁচ দফা দাবি মানতে হবে ।