নেপালে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর অবশেষে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন শহর।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘জেন জি’ তরুণ প্রজন্মের ডাকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ আন্দোলনে দ্বিতীয় দিনের মতো নেপালের রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ জনতা।
কাঠমান্ডুর কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হলেও আন্দোলন থামেনি। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ দেশটির বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বাসভবনে হামলা চালিয়েছেন।
এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হন। বিশ্লেষকরা মনে করছেন, নেপালের তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দেশটির রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।