নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু কে হরতাল পালনের পরিকল্পনাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর শহরে হরতাল পালনে পরিকল্পনা কালে গ্রেপ্তার করে মধুপুর থানা পুলিশ ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. এমরানুল কবির জানান, ধনবাড়ী উপজেলা নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু হরতাল পালনের পরিকল্পনা করতেছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মশিউর রহমান মিন্টু কে সোমবার রাতেই ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) এস এম শহিদুল্লাহ জানান, মধুপুরে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু(৩৭) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তারকৃত আসামী সোহেল সুরুজ (৫৬) কে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু পাইস্কা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের আজমত আলীর ছেলে ও আ’ লীগ কর্মী সোহলে সুরুজ ধনবাড়ী পৌরসভার বিলাসপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।