মোঃ মুসা মিয়া: ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির ধারক স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারাদেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিএনএ টাঙ্গাইল জেলা শাখা আজ বিকাল ২টা ৩০ মিনিটে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধন পালন করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), টাঙ্গাইল জেলা শাখা এবং সঞ্চালনা করেন ইমরুল হাসান, সাধারণ সম্পাদক, বিএনএ টাঙ্গাইল জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন – রফিকুল ইসলাম, অধ্যক্ষ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল; আমিনা বেগম, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল; বিল্লাল হোসেন, প্রধান সহকারী, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল; ইয়াছিন আলী, সহ-সভাপতি, বিএনএ টাঙ্গাইল জেলা শাখা; জাহিদুল হক, শারমিন আক্তার, ফাহিমা আক্তার, সজীব হোসেন, সিনিয়র স্টাফ নার্স, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল; সুফিয়া খাতুন, পারুল আক্তার, নার্সিং সুপারভাইজার, এবং রোকসানা পারভীন, মোজাম্মেল হক, আব্দুল জলিল, মোহব্বত আলী, সিনিয়র স্টাফ নার্স, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বক্তারা বলেন- ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করার চেষ্টার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রতিষ্ঠিত এই স্বতন্ত্র নার্সিং প্রশাসন দেশের নার্সিং সেবায় অনন্য ভূমিকা রেখেছে। একে বিলুপ্ত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে টাঙ্গাইল জেলার নার্স ও মিডওয়াইফগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া পেশার বর্তমান জটিলতা নিরসনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কর্তৃক পেশকৃত দাবিগুলো দ্রুত বাস্তবায়নেরও জোর দাবি জানান বক্তারা।
তাদের প্রধান দাবিসমূহ:
১. বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
৩. সুপারিনটেনডেন্ট পদ ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেড এবং ৭ম গ্রেড থেকে ৫ম গ্রেডে উন্নীত করতে হবে। একই সঙ্গে নার্সিং সুপারভাইজার ও নার্সিং-মিডওয়াইফারি ইনস্ট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।











