টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের মিছিলে হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলীকে (৫৪) শনিবার সন্ধ্যায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বেলা তিনটার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কুদরত আলী নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার বাবনাপাড়া গ্রামের আবদুল বারেক মিয়ার ছেলে। তাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সকালে নাগরপুর বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের তাইজুল ইসলাম বাদী হয়ে গত ৪ আগস্ট নাগরপুর থানায় একটি মামলা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, কুদরত আলীকে বেলা তিনটার দিকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক মিজানুর রহমান জানান, কুদরত আলীকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে তার রিমান্ডের আবেদনের শুনানি হবে আগামীকাল রোববার।