টাঙ্গাইলের ঐতিহ্যবাহি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে নবাগত ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরানের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক গনমুক্তি পত্রিকার সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক দৈনিক টাঙ্গাইল সমাচার ও মাই টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু , এস এম আব্দুর রাজ্জাক ও কার্যকরী সদস্য সাংবাদিক ও সাবেক কমিশনার মাসুদ রানা, সাংবাদিক পলাশ ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।
মত বিনিময়সভায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহেদুল হাসান, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের আকাশ ও গ্লোবাল টিভি’র সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ’র সাংবাদিক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক নূর—নবী শেখ , ক্রীড়া সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবীর মানিক, দুযোর্গ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কেটিভি’র সাংবাদিক আবুল হোসেন আকাশ, কার্যকরী সদস্য সাংবাদিক লিখন হোসেন ও মানব জমিন পত্রিকার সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক রাশিদুল হাসান প্লাবন, লিটন মিয়া, কবীর হোসেন, রাজীব ভদ্র অপু, মহিবুল হাসান মিলন, জাহিদ হাসান, ফিরোজ আহম্মেদ, আমির হোসেন ও রাম চন্দ্র ঘোষসহ সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ সকলের উদ্দে্যশে বলেন, আমি বিগত সময়ের প্রশানিক অনেক কর্মকর্তাদের কাছ থেকেই জানতে পেরেছি ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা বিগত সময় থেকে এ অঞ্চলের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দেশের কল্যাণে কাজ করে আসছে আগামী দিনেও এধারা অব্যহত থাকবে বলে প্রত্যাশা করছি।