টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার পাঁচ গ্রাম এবং ধনবাড়ী বাজারে বসবাসকারী পরিবার গুলো যাদের নিজস্ব গোরস্থান নাই বা থাকলেও সঠিক পরিচর্যার সুযোগ নাই তাদের জন্য একটা সামাজিক গোরস্তানের ব্যবস্থা কিভাবে গ্রহণ করা যায় সেই উপলক্ষে ধনবাড়ী পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত আল নূর মাদ্রাসায় রবিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আমেরিকা প্রবাসী আব্দুল খালেক সাহেব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী । এসময় চালাষ, ছত্রপুর, চরভাতকুড়া, কলেজপাড়া, নিজবর্নি এবং ধনবাড়ী বাজার এলাকায় বসবাসকারী মানুষ উপস্থিত ছিলেন । মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন , ” মহান আল্লাহ মানুষকে যেমন দুনিয়ায় পাঠিয়েছে ঠিক তেমনি দুনিয়া থেকে নিয়ে যাবেন । দুনিয়ায় মানুষ যেমন আসছে তেমনি চলেও যাচ্ছে । আমারা মুসলমান হয়ে জন্ম নিয়েছি তাই আমাদেরও কবরে চলে যেতে হবে দুনিয়ায় মায়া অর্থ সম্পদ ত্যাগ করে । আমাদের অনেকেরই নিজস্ব গোরস্থান নাই।
আবার থাকলেও যথাযথ পবিত্রতা রক্ষা করা সম্ভব হয় না । তাই আমরা পাঁচ গ্রামের মানুষ সাথে ধনবাড়ী বাজার এলাকায় বসবাসকারী মানুষ মিলে যদি একটা সামাজিক গোরস্তানের ব্যবস্থা করতে পারি যেখানে কিছু নিয়ম কানুন চালু রেখে কিভাবে গোরস্তানের পবিত্রতা করা যায় সেই বিষয়ে সবাই মতামত জানাবেন । শহরের পাশে যেখানে জমির দাম কিছু কম সেখানে তিন থেকে চার বিঘা জমি খুঁজে বের করতে হবে । এজন্য পাঁচ গ্রাম থেকে পাঁচ জন করে মোট পঁচিশ জন প্রতিনিধি মিলে জমি নির্বাচন করে দাম নির্ধারণ করতে হবে । কাজটা সবাইকে মিলেই করতে হবে । গোরস্থান প্রতিষ্ঠায় সকলের অংশগ্রহণ জরুরি, তাই সকলেই যার যার সাধ্যের মধ্যে থেকে সময় এবং আর্থিক সাহায্য সহযোগিতা করবেন । মহান আল্লাহ ভালো কোন কাজ অর্থের জন্য আটকে রাখেন না ।
গোরস্থান প্রতিষ্ঠা যেহেতু মহৎ একটা কাজ তাই এখানেও বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য সহযোগিতা আসতে পারে “। মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তি উনাদের মত প্রকাশ করেন ।