টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী ।
টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) এর মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী এসময় বিভিন্ন মন্ডপে সনাতনী হিন্দুগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।
মোহাম্মদ আলী বলেন, ” আমি যদি মনোনয়ন পাই এবং আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই তাহলে আমি ধনবাড়ী উপজেলার প্রতিটি মন্ডপের উন্নয়ন করবো । সুযোগ সুবিধা বৃদ্ধি করবো যাতে অসহায় মানুষ এখান থেকে সুবিধা পায় “। এসময় মোহাম্মদ আলী কর্মী সমর্থক গোষ্ঠীর সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন । বিশাল মোটরসাইকেল বহর সঙ্গে নিয়ে এডভোকেট মোহাম্মদ আলীর এই শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ।