মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপখালীতে চাঁদা না দেয়ায় এক রং মিস্ত্রিী কে পিটিয়ে পা ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। এঘটনায় আহতের স্ত্রী ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত এর স্ত্রী বৃষ্টি খাতুন।
অভিযোগকারী বৃষ্টি খাতুন জানান, একই গ্রামের মন্ডলের ছেলে আসাদুল ও একই গ্রামের রুবেল, মজিদ,শরিফ,জাহাঙ্গীর,ফজলু,আয়নাল গংরা মঙ্গলবার রাতে সাড়ে আট টার সময় আমার স্বামী রং মিস্ত্রী শামীম হোসেনের কাছে অফিস বানানোর কথা বলে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে লোহার রড় ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন। এসময় তার দুটি পা ও একটি হাত ভেঙ্গে দেয়। এতেও ক্ষাত না হয়ে তারা বাড়ীতে হামলা চালানোর জন্য হুমকি দিয়ে গেছে। বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। এঘটনায় বিচার চেয়ে ধননবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে বিবাদীদের কাছে জানতে তাদের বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি।
থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।