টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪নং পাইস্কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এডভোকেট মোহাম্মদ আলী সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে রবিবার (৫ অক্টেবর) বিকেল ৩টায় পাইস্কা বাজারে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী । টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী -মধুপুর) এর মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর জনসভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী কলেজ এর সাবেক জি এস মামুনূর রশিদ টিয়া ফকির । উক্ত জনসভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মিয়া এবং পাইস্কা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু ।
উক্ত জনসভার শুরুতেই জাতীয়তাবাদী দল বিএনপি ‘র পাইস্কা ইউনিয়নের মরহুম নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অসুস্থ হাবিবুল্লাহ ফকির তার রোগ মুক্তির কামনায় দোয়া অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রথমেই বক্তব্য রাখেন প্রধান অতিথি এ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি বক্তব্যের শুরুতেই তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন ৩১ দফার আলোকেই নির্বাচন হবে এবং জনগনকে নিয়ে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ।
তিনি আরো বলেন,” মধুপুরকে সোনার মধুপুর এবং ধনবাড়ী কে সোনার ধনবাড়ী প্রতিষ্ঠা করতে চাই । আমি মানুষের হৃদয়ে থাকতে চাই । মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই “।